সুইং ট্রেডিং কাকে বলে? What is Swing Treading?
Swing Treading বলতে কি বোঝায়?সুইং ট্রেডিং হল একটি ট্রেডিং কৌশল যাতে একটি স্টক বা ইটিএফ তুলনামূলকভাবে অল্প সময়ের জন্য, সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের জন্য কিনে রাখা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ (শতাংশ) লাভ হলে সেই স্টক বা ইটিএফ বিক্রি করে দেওয়া হয়। সুইং ট্রেডের জন্য সম্ভাব্য কেনার এবং বিক্রির পয়েন্ট সনাক্ত করতে টেকনিক্যাল এবং প্রাইস এ্যাকশন এর উপর নির্ভর করা হয়। সুইং ট্রেডিং তাদের জন্য একটি জনপ্রিয় পদ্ধতি যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে জড়িত হতে চান না কিন্তু তবুও স্বল্প থেকে মধ্যমেয়াদী বাজারের গতিবিধির সুবিধা নিতে চান। |
সুইং বলতে আমরা কি বুঝি?
শেয়ার বাজার এ কোন শেয়ারের দাম বা কোন ইটিএফ এর দাম লম্বভাবে উপরের দিকে ওঠে না বা হঠাৎ করে লম্বভাবে নিচের দিকে নামেনা। ইটিএফ বা শেয়ারের দাম ঝিকঝাক পদ্ধতিতে উপরের দিকে ওঠে এবং একইভাবে ঝিকঝাক পদ্ধতিতে নিচের দিকে নামে । যখন হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে তখন সেই ইটিএফ বা শেয়ার এর দাম বাড়তে থাকে আবার যখন লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে তখন ইটিএফ বা শেয়ার এর দাম কমে।
এই ঝিকঝাক এর লো থেকে হাই পর্যন্ত যে দামের বৃদ্ধি তার চিত্রিত রূপ হলো সুইং।
নীচের ছবিতে সুইং চিহ্নিত করা হয়েছে।
Swing Trading |
ছবি দেখে শিখি
উপরের ছবিতে লাল তীর চিহ্নের নীচের দামে কিনে উপরের বেশি দামে বিক্রি করে দেওয়া, আবার সবুজ তীরের নীচের দামে কিনে উপরের দামে বিক্রি করে দেওয়া - এই যে বাজারে শুধু মাত্র আপ ট্রেন্ড কাজে লাগিয়ে লাভ করা এটাই হলো সুইং ট্রেডিং এর বৈশিষ্ট্য। সুইং ট্রেডিং এর জন্য বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এই ইন্ডিকেটর গুলো এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট নির্দেশ করে।
এই লেখাটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কিছু জানার বা জানানোর থাকে, তবে কমেন্ট বক্স খোলা আছে। 👇
✌👍👍👍👍