শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে হলে কি কি প্রয়োজন?
Demat Account |
শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে হলে কি কি প্রয়োজন?
শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে হলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথী গুলো হলোঃ (১) ব্যাঙ্ক অ্যাকাউন্ট {অনলাইন সুবিধা বা ইউপিআই সুবিধা যুক্ত}, (২) আধার কার্ড, (৩) প্যান কার্ড, (৪) মোবাইল নম্বর {আধারে সংযুক্ত}, (৫) ইমেইল আইডি।
ডিম্যাট একাউন্ট কোথায় খুলবো এবং এর খরচ কত?
এখন অনলাইনের মাধ্যমে খুব সহজেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়। বিভিন্ন ব্রোকার হাউসের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। কোনো কোনো ব্রোকার অ্যাকাউন্ট খোলা ও মেইনটেইনেন্সের জন্য কিছু ফি নেয়। আবার কিছু ব্রোকার আছে যাদের এই ধরনের কোনো ফি নেই। ডিম্যাট অ্যাকাউন্ট এর মাধ্যমে যখন আমরা বিনিয়োগ করি তখন ব্রোকাররা কিছু ফি নেয়, সেবি ও সরকার কিছু ট্যাক্স নেয়। তবে এই ফি ও ট্যাক্স খুবই সামান্য।
আমাদের বিনিয়োগ যখন আমরা উঠিয়ে নিই অর্থাৎ আমাদের কেনা শেয়ার বা ইটিএফ বিক্রি করি তখনও কিছু ফি ও ট্যাক্স দিতে হয়। এছাড়াও আমাদের কেনা শেয়ার বা ইটিএফ যে ডিপোজিটরির কাছে জমা থাকে তাদেরও কিছু ফি দিতে হয়। আমাদের ভারতে দুটি ডিপোজিটরি সংস্থা আছে। যথা - এনএসডিএল ও সিডিএসএল।
পছন্দের দুটি ব্রোকার অ্যাপ
আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে ব্রোকার গুলির অ্যাপ্লিকেশন বা অ্যাপ ভালো লেগেছে সে গুলো নীচে সংক্ষিপ্ত বিবরণ সহ উল্লেখ করলামঃ
১) GROWW : এই অ্যাপটির মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কোনো ফি দিতে হয় না এবং কোনো মেইনটেইনেন্স ফিও দিতে হয় না।
২) Zerodha Kite : এই অ্যাপটির মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ২০০ টাকা ফি লাগে এবং তিন মাস অন্তর মেইনটেইনেন্স ফি লাগে।
ডিম্যাট অ্যাকাউন্ট কি?
ডিম্যাট অ্যাকাউন্ট একটি ইলেকট্রনিক অ্যাকাউন্ট যা ভার্চুয়ালী একজন ব্যক্তিকে শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) ইত্যাদিতে বিনিয়োগ করতে দেয়। এই অ্যাকাউন্টে সহজেই ইউজার আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগ ইন - লগ আউট করা যায়। ডিম্যাট অ্যাকাউন্ট কাগজপত্র কমায় এবং চুরি, ক্ষতি বা ক্ষতির ঝুঁকি দূর করে।
আসুন একটি উদাহরণ দিয়ে আরও ভালভাবে বোঝার চেষ্টা করি। উদাহরণ স্বরূপ, ধরা যাক রাহুল ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের 100টি শেয়ার কিনতে ইচ্ছুক। এই শেয়ার গুলো ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কিনে, ডিপি (ডিপোজিটরি) তে ইলেকট্রনিক ভাবে জমা থাকবে। আবার রাহুল যখন তার শেয়ার বিক্রি করতে চান, তখন তিনি তার ডিপি (ডিপোজিটরি) কে তার অ্যাকাউন্ট থেকে শেয়ার স্থানান্তর করার নির্দেশ দিতে পারেন, এবং ডিপি শেয়ারগুলি তার ডিম্যাট অ্যাকাউন্টে স্থানান্তর করবে।
এই লেখাটি পড়ে যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর কিছু জানার বা জানানোর থাকলে, নীচে কমেন্ট বক্স খোলা আছে। 👇
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url