বাংলায় শেখো - শেয়ার বাজার
Learn stock market in bengali.
শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে সাধারণ বাঙালিদের ধারণা
শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে সাধারণ বাঙালিদের ধারণা
আমরা বাঙালীরা শেয়ার বাজার এর নাম শুনলেই ভয় পাই অথবা মনে করি শেয়ার বাজারে ইনভেস্ট করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় আবার অনেকেই মনে করে শেয়ার বাজারে খুব অল্প সময়ে বড়লোক হওয়া যায়। আবার অনেকের ধারণা শেয়ার বাজার জুয়া। অনেকে মনে করে শেয়ার বাজারে যে লাভ হয় তা অনৈতিক।
আসুন জানি শেয়ার বাজার আসলে কি?
শেয়ার বাজার হলো ব্যবসায়ীদের টাকা যোগানের একটা মাধ্যম। ব্যবসা বলতে সাধারণত আমরা বাঙালীরা সাধারণত যা বুঝি আসলে তা নয়, এখানে ব্যবসা বলতে বড় বড় উদ্যোগকে বোঝানো হচ্ছে। যেমন ধরুন আইটিসি, কোলগেট, হিন্দুস্তান ইউনিলিভার, বিভিন্ন ব্যাঙ্ক, ওষুধ কোম্পানি, মোবাইল কোম্পানি, রিলায়েন্স, সিমেন্ট কোম্পানি এই রকম আরও অনেক কিছু আছে। এইসব কোম্পানি ব্যবসা আরও বড়ো করতে শেয়ার বাজার থেকে টাকা সংগ্রহ করে কোম্পানির শেয়ার বিক্রি করার মাধ্যমে। একবার কোনা কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করলে সেই শেয়ার গুলো সাধারণ মানুষ কেনে। কোম্পানির লাভ হলে শেয়ার এর দাম বাড়ে। কোম্পানির লস হলে শেয়ার এর দাম কমে।
আইপিও - বাজারে কোম্পানির প্রবেশ পথ
কোনো কোম্পানির শেয়ার বাজারে বিক্রি করতে চাইলে তার মালিক পক্ষ কোম্পানিকে শেয়ার বাজার এক্সচেঞ্জ এ নথিভুক্ত করে। একে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার। এর অনেক নিয়মাবলী আছে। সমস্ত নিয়মাবলী মেনে নথিভুক্ত কোম্পানির শেয়ার বাজারে কেনা বেচা হয় ।
সব সময় সেরা দামে শেয়ার বেচা-কেনা হয়
এখন মনে করুন আমি এয়ারটেল কোম্পানির 100টা শেয়ার কিনেছিলাম যখন তারা বাজারে প্রথম শেয়ার বিক্রি করেছিল। তখন 100 টা শেয়ার কিনতে আমার 1000 টাকা লেগেছিল। প্রতিটি শেয়ার 10 টাকা করে। এখন কোম্পানি বিভিন্ন বছর বিভিন্ন হারে লাভ-লোকসান করেছে। এখন সেই 10 টাকার একটি শেয়ার এর দাম 600 টাকা। এবার আমার পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো কারণে মনে হলো কিছু শেয়ার বিক্রি করবো। আমি বিক্রি করার জন্য বাজারে একটা দাম বলে দিলাম। অন্য কেউ কেনার জন্য একটা দাম বললো। ক্রেতা বিক্রেতার মধ্যে দামের মিল হলে শেয়ার বিক্রি হয়ে যাবে। এই বিক্রির কাজটি করে এক্সচেঞ্জ, ব্রোকারের মাধ্যমে। এখন সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে।
শেয়ার এর উপজাত মাধ্যম
এই শেয়ার বাজারের এক্সচেঞ্জে যেমন সরাসরি কোনো কোম্পানির শেয়ার কেনা-বেচা হয়, তেমনি শেয়ার সম্পর্কিত বিভিন্ন উপজাত জিনিসও কেনা বেচা হয়।উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা বাজারে গরুর দুধ বিক্রি হতে দেখেছি। আবার সেই দুধ থেকে তৈরি দই, ছানা, ঘি, বিভিন্ন ধরনের মিষ্টিও বিক্রি হয়। দুধ থেকে তৈরী সমস্ত সামগ্রী হলো দুধের উপজাত সামগ্রী।
এমনই ভাবে স্টক এক্সচেঞ্জে শেয়ার এর সাথে সংশ্লিষ্ট ফিউচার, অপশন, ইটিএফ, মিউচুয়াল ফান্ড কেনা বেচা হয়।শেয়ার বাজারের সব কিছু ভালো নয়:আবার দুধ এর উৎপাদন থেকে শুরু করে যেমন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে বিভিন্ন সামগ্রী তৈরি হয়ে ক্রেতার চাহিদা পূরণ করে। তেমনি শেয়ার বাজারেও শেয়ার থেকে বিভিন্ন উপজাত জিনিস বিভিন্ন ধরনের সংস্থা তৈরী করে।
দুধ ও দুধের তৈরি সব সামগ্রী সবার জন্য সমান উপকারী নয়, তেমনি শেয়ারের উপজাত সব বিষয় সবার জন্য নয়। একেক ধরনের বিষয় একেক জনের জন্য তৈরি করা হয়েছে।
আম আদমি কি শেয়ার বাজারের লাভ পাবে না?
এই ধারণা ভুল যে আম মানুষ শেয়ার বাজারে দূরে থাকা ভালো। "মার্কেট সবকা হ্যায় বস।" আমাদের মতো সাধারণ মানুষের জন্য তৈরী করা হয়েছে ইটিএফ। তাই আমরা ইটিএফ নিয়েই এই www.etfbangla.com ওয়েবসাইটে আলোচনা করি।
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। কিছু জানার বা জানানোর থাকলে নীচে কমেন্ট বক্স খোলা আছে👇।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url