এককালীন পূঁজি বিনিয়োগের একটী সহজ স্ট্রাটেজি
Easy Strategy for Lump Sum Investment in ETF in Bengali |
শেয়ার বাজারে প্রথম 90 দিন
আমরা অনেকেই যখন শেয়ার বাজারে আসি, নিজের জমানো কিছু পূঁজি নিয়ে আসি। বড়ো লাভের আশায়। কিন্তু আমাদের অভিজ্ঞতার অভাবে অনেকেই সেই পূঁজি অল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলি। শেয়ার বাজারে অভিজ্ঞ মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে, "নব্বই শতাংশ মানুষ, নব্বই দিনের মধ্যে, নব্বই শতাংশ পূঁজি হারিয়ে ফেলে।" তারপর শেয়ার বাজার থেকে নিজেই হারিয়ে যায় অথবা নিজের কোথায় ভুল হয়েছে তা খোঁজার চেষ্টা করে। যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে ফিরে আসে পূঁজি যোগার করে।
শেয়ার বাজারে 10% এর মধ্যে থাকো
এখন বোঝার চেষ্টা করি এই দশ শতাংশ মানুষের গুনাবলী কেমন?
1) এরা ঋণ করে শেয়ার বাজারে পূঁজি নিয়ে আসে না। 2) খুব বেশি পূঁজি নিয়েও আসে না। 3) নিয়ে আসা পূঁজি একসাথে বিনিয়োগ করে না। 4) কোনো একক শেয়ারে বিনিয়োগ না করে অনেক গুলো শেয়ারের পোর্টফোলিও তৈরী করে। 5) এক দামে সব শেয়ার কেনে না। 6) এক দামে সব শেয়ার বিক্রিও করে না। 7) খুব তাড়াতাড়ি লাভ করার জন্য ইন্ট্রাডে বা ফিউচার এন্ড অপশন খেলে না। 8) সময় নেয়, অল্প লাভে বিচলিত হয় না। 9) লোকসান আগে থেকেই নির্ধারিত করে রাখে। 10) নিজের স্ট্রাটেজি র উপর বিশ্বাস করে।
এবার আমাদের স্ট্রাটেজির উপর আলোকপাত করা যাক
মনে করি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর যদি ডিম্যাট একাউন্ট নতুন করে খুলতে চান, নীচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের কাছে এক কালীন ২৫০০০ টাকা আছে। আমাদের প্রথম কাজ হবে নিজেকে শান্ত রাখা। এক্ষেত্রে আমরা বেছে নিচ্ছি নিফটি ফিফটির পাঁচটি ইটিএফ, যথা- NIFTYBEES, ICICINIFTY, SETFNIF50, KOTAKNIFTY, BSLNIFTY । কারণ নিফটি ফিফটি ইন্ডেক্সের মধ্যে রয়েছে ভারতের সবচেয়ে বড়ো ৫০টি কোম্পানি, যে গুলো ১২টি বিভিন্ন সেক্টর থেকে বেছে নেওয়া হয়েছে।
আমাদের পূঁজি ২৫ হাজার টাকাকে আমরা ৫ ভাগে ভাগ করবো। তাহলে প্রতি ভাগে আসছে ৫০০০ টাকা। এখন আমরা উল্লেখিত ইটিএফ গুলোর কোনো একটি, ধরা যাক NIFTYBEES ইটিএফ বর্তমান বাজার দরে যে কয়টা ইউনিট হলো তাই কিনলাম। এবার আমাদের অপেক্ষা করার পালা। বাজার এখান থেকে বাড়বে বা কমবে।
আমরা প্রথমে খারাপটাই ভাবি! যদি বাজার এখান থেকে কমতে থাকে, আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে নেগেটিভ রির্টান দেখাবে। তবুও আমরা বিচলিত হবো না। আমরা অপেক্ষা করবো ৫% নেগেটিভ রির্টান পর্যন্ত। রির্টান মাইনাস ৫% এ পৌঁছলে আমরা আবার ৫ হাজার টাকা ইনভেস্ট করবো। এবার আগের বেছে নেওয়া ৫টি ইটিএফ থেকে ICICINIFTY ইটিএফ কিনবো। এখনকার বাজার দরে যে কয়টি ইউনিট হবে তাই কিনলাম। আবার অপেক্ষা।
দেখা গেলো বাজার এখান থেকে আরও কমছে। যখন দ্বিতীয় কেনা থেকে ৫% কমে যাবে, তখন তৃতীয় ইটিএফ SETFNIF50 এ ৫ হাজার টাকা ইনভেস্ট করবো। এই ভাবে প্রতি ৫% কমার ক্ষেত্রে চতুর্থ ও পঞ্চম ইটিএফ কিনবো।
বাজার যেকোনো কারণে সাধারণতঃ ১০% থেকে ১৫% কমে যেতে পারে। মার্কেটের ভাষায় একে বলা হয় "কারেকশন" করা। এক্ষেত্রে আমরা সর্বাধিক ২০% কারেকশনের সম্ভাবনা হিসাবে ধরিছি।
এতক্ষণ তো কেনার কথা হলো, এবার আসি বেচার কথায়। আমাদের প্রতিটি ইটিএফের কেনার দামের থেকে ৬% লাভ হলে আমরা সেই বিক্রি করে দেবো। আমাদের প্রতিটি বিক্রিতে ব্রোকারেজ খরচ বাদে মোট পূঁজির উপর ১% লাভ হবে।
বাজার বৃদ্ধির ক্ষেত্রে আমাদের স্ট্রাটেজি কি হবে?
আমাদের সবার যেটা আন্তরিক চাওয়া বাজার বৃদ্ধির ক্ষেত্রে - আমরা প্রথম কেনার পর যদি বাজার বাড়তে থাকে তাহলে লাভ ৫% এ পৌঁছলে বিক্রি করে দিয়ে বের হয়ে আসবো। পরের দিন আবার ৫হাজার টাকা ইনভেস্ট করবো। এবং অপেক্ষা করবো বাজারের মুভমেন্ট এর জন্য।
কতটা ভালো
আশা করি এই স্ট্রাটেজি ফলো করলে মোট মূলধনের উপর বাৎসরিক ১২% লাভ হবে। যেখানে ফিক্সড ডিপোজিটে ৭% থেকে ৭.৫% লাভ দেয়।
এই লেখা পড়ে যদি কিছু উপকার বুঝতে পারেন, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। 👇
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url