PSUBNKBEES : সরকরী ব্যাঙ্কের ইটিএফ।


PSUBNKBEES : সরকরী ব্যাঙ্কের ইটিএফ। An ETF cover all Government Bank

PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিং

যে সমস্ত সংস্থা সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাদের পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলা হয়। আমাদের ভারতে অনেক গুলো ব্যাঙ্ক আছে। যাদের মধ্যে কিছু ব্যাঙ্ক সম্পূর্ণ বেসরকারি, তারা শুধু মাত্র সরকার কর্তৃক নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করে। যেমন - অ্যাকসিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক। আবার কিছু ব্যাঙ্ক আছে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। যেমন - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বড়োদা ইত্যাদি। 

পিএসইউ ব্যাঙ্ক ইটিএফ

সরকারী ব্যাঙ্ক গুলোর মধ্যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত 11 টি ব্যাঙ্কের শেয়ার নিয়ে গঠিত হয়েছে পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স। এটি একটি থিয়ামেটিক ইন্ডেক্স। এই ইন্ডেক্স কে অনুসরণ করে নিপ্পন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট তৈরী করেছে PSUBNKBEES ইটিএফ। বর্তমানে এই ইটিএফ ছাড়াও কোটাক ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক এর অ্যাসেট ম্যানেজমেন্ট থেকেও পিএসইউ ব্যাঙ্ক ইটিএফ তৈরী করা হয়েছে। 

বিভিন্ন ব্যাঙ্ক এর ওয়েটেজ

পিএসইউ ব্যাঙ্ক গুলোর মধ্যে সবথেকে বড় ব্যাঙ্ক হলো এসবিআই, তাই এসবিআই এর ওয়েটেজ সবচেয়ে বেশি। কয়েকটি ব্যাঙ্কের ওয়েটেজ উল্লেখ করা হলো: SBI =31.85%, Bank of Baroda = 17.92%, Canara Bank =12.66%, PNB = 11.21%.

বিনিয়োগের সুযোগ

এই ইটিএফ লম্বা সময়ের বিনিয়োগের থেকে অল্প দিনের সুইং ট্রেডিং করার জন্য উপযুক্ত। যাদের কাছে এককালীন পূঁজি আছে তারা সুইং ট্রেডিং এর মাধ্যমে ভালো লাভ করতে পারেন। আর যাদের পূঁজি অল্প, তারা সাপ্তাহিক বা মাসিক হিসাবে প্লেন এসআইপি বা ভ্যালু এসআইপি  করতে পারেন। 

সুযোগ সবার জন্য

এই ইটিএফ এর মূল্য যেহেতু অনেক কম তাই পেনি স্টক না খুঁজে এখানে বিনিয়োগ করা সবার জন্য নিরাপদ। সাপ্তাহিক বা মাসিক এসআইপি করলে প্রতি দিন দেখাও লাগবে না। তাই বলা যায় " এ মার্কেট সবকা হ্যায় বস"। 

 এই লেখা পড়ে যদি কিছু উপকার বুঝতে পারেন, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। 👇

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url