সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এ সাইকোলজির গুরুত্ব
সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এ সাইকোলজির গুরুত্ব
শেয়ার বাজার থেকে লাভ করতে হলে যেমন বাজারের খুটিনাটি জ্ঞান থাকতে হবে, তেমনি সাইকোলজিক্যাল ভাবেও পোক্ত হতে হবে। বড়ো বড়ো ইনভেস্টর বা সুইং ট্রেডাররা বলেন কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডে সফলতা নির্ভর ক'রে সঠিক স্ট্রাটেজি ও সাইকোলজি র উপর।
স্ট্রাটেজির উপর 10% ও সাইকোলজির উপর 90% জোড় দেওয়া উচিত।
ভারতীয় বাজারের অন্যতম প্রশিক্ষক সুনিল মিগলানী বলেন "সাইকোলজি ম্যাটার" ।
আমাদের বাস্তব অভিজ্ঞতা...
আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রত্যেকেই বাজারে যাই। বাজারে গিয়েই যা ইচ্ছা তাই কিনি না, আমরা সেই সমস্ত দ্রব্য বা সব্জীই প্রথমে কিনি যা সংসার চালাতে অতি প্রয়োজন। এই অতি প্রয়োজনীয় দ্রব্য গুলিও দাম যাচাই বাছাই করে কিনি। কোনো সব্জী বা মশলার দাম যদি অতিরিক্ত বেশী হয়, তাহলে যদি সম্ভব হয় সেটা না কিনে অন্য সস্তা জিনিস কিনতে চেষ্টা করি। আর যদি অন্য কোনো উপায় না থাকে তবে ঐ বেশী দামের জিনিসটা পরিমাণে কম কিনি।
সময় জ্ঞান :
যখন যে সব্জীর সিজন চলে তখন সেই জিনিস আমরা কিনি। এতে টাকা যেমন বাঁচে, তেমনি এর খাদ্য গুণও পরিপূর্ণ পাওয়া যায়। আমাদের খাদ্য তালিকায় যেমন প্রধান উপকরণ হিসেবে ভাত ও সব্জী থাকে তেমনি কিছু মজাদার উপকরণ হিসেবে চাটনী, ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ ইত্যাদি খাই। এখন যদি ভাবি যে ভাত ও সব্জী বাদে শুধু চাটনী, ভাজা, লঙ্কা, লেবু খেয়েই পেট ভরাবো, তাহলে তা হবে বোকামীর পরিচয়।
শেয়ার বাজারে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগান:
উপরের এই যে প্রাত্যহিক জীবনের অভ্যাস, শেয়ার বাজারেও সমান উপযোগী। বাজারে যা খুশি কিনলে লস হবে, প্রয়োজনীয় উপাদান গুলোকে চিহ্নিত করতে হবে। সেগুলো কেনার সঠিক সময় নির্ধারণ করতে হবে। দামের সঠিকতা যাচাই করতে হবে। মূল বিনিয়োগের সাথে সাথে মজাদার কিছু উপাদান মাঝে মধ্যে চেষ্টা করে দেখা যেতে পারে।
আমরা বাজারে বিভিন্ন ধরনের ইটিএফ কিনবো। ইটিএফ এর মধ্যে কিছু ইটিএফ হবে মূল বিনিয়োগের মাধ্যম। যেমন নিফটি ফিফটির ইটিএফ, ব্যাঙ্ক নিফটির ইটিএফ, সিপিএসই, ম্যাফাং, সিলভার, গোল্ড ইত্যাদি। সুযোগ বুঝে কেনা যেতে পারে- আইটি, অটো, মিডক্যাপ, স্মলক্যাপ ইটিএফ। প্রাইস অ্যাকশন ও বিভিন্ন ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে বিনিয়োগের সময় ও পরিমাণ নির্ধারণ করতে হবে।
এই লেখা পড়ে যদি কিছু উপকার বুঝতে পারেন, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। 👇
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url