নতুন বিনিয়োগকারীদের জন্য একটি সরল ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি
|
নতুন বিনিয়োগকারী হিসাবে যারা শেয়ার বাজারে আসে তাদের পক্ষে কোনো একটি বা একাধিক শেয়ার বাছাই করে তাতে সঠিক সময় বিনিয়োগ করা সম্ভবপর হয় না। ফলতঃ তারা এলো মেলো ভাবে যে কোনো শেয়ারে যখন তখন এন্ট্রি করে। এর ফলে কখনো তারা অল্প লাভ করতে পারলেও বেশির ভাগ সময় লোকসান করে।
এই জন্যই দরকার একজন অভিজ্ঞ মেন্টরের পথ নির্দেশ -
ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর এক জন বিনিয়োগকারীর উচিত অল্প অল্প পূঁজি নিয়ে কোনো ইন্ডেক্স ফান্ডে ধীরে ধীরে বিনিয়োগ শুরু করা। এর জন্য সব থেকে উপযোগী হলো নিফটি ফিফটি ইন্ডেক্সের কোনো একটা ইটিএফ। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো BSLNIFTY ইটিএফ। কেন না এর মূল্য নিফটি ইন্ডেক্সের এক হাজার ভাগের এক ভাগ (সামান্য কম-বেশি হয়)। অর্থাৎ নিফটি ২০০০০ হলে BSLNIFTY ইটিএফের দাম মোটামুটি ২০ টাকা। আমরা যেহেতু অল্প পূঁজি নিয়ে বাজারে আসছি, তাই কম দামের ইটিএফ বাছাই করার ফলে আমাদের কেনা-বেচার অভ্যাস গড়ে তুলতে সুবিধা হবে।
স্ট্রাটেজি দেখি
আমাদের নির্বাচিত BSLNIFTY ইটিএফ এ আমরা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে ও সময়ে সমপরিমাণ টাকা বিনিয়োগ করবো। কোনো কারণে যদি ঐ দিন বাজার বন্ধ থাকে তাহলে তার আগের দিন বা পরের দিন আমরা বিনিয়োগ করবো। এই বিনিয়োগ আমাদের কম করে হলেও তিন বছর চালানোর মানসিকতা রাখতে হবে।
একটা উদাহরণ দিয়ে দেখি
আমরা ধরি প্রতি দিন ৫০ টাকা হিসাবে সপ্তাহে ৩৫০ টাকা প্রতি শুক্রবারে ইনভেস্ট করবো। যদি শুক্রবার ছুটি থাকে তাহলে বৃহস্প্রতিবার ইনভেস্ট করবো। আগামী দিনে বাজারের উপর আমাদের রির্টান নির্ভর করবে। তবে আমরা বিগত তিন বছরের হিসাব করে দেখতে পারি যে কেমন হতে পারে। ২০২০ সালের জানুয়ারী মাস থেকে ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আমরা হিসাব করি।
তিন বছরে আমাদের মোট ইনভেস্ট = ৩ বছর X ৫২ সপ্তাহ X ৩৫০ টাকা = ৫৪৬০০ টাকা
তিন বছর পর আমাদের ইনভেস্ট বেড়ে হতো ৭১২১৩ টাকা। (ব্যাক টেস্ট গুগলশীট দেখতে এখানে ক্লিক করুন)
লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। কিছু জানার বা জানানোর থাকলে নীচে কমেন্ট বক্স খোলা আছে👇।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url