খবর কি ভাবে শেয়ার বাজারে প্রভাব ফেলে ?

 

How does the stock market react to news?

শেয়ার মার্কেট কি ভাবে খবর ও ঘটনার উপর নির্ভর ক'রে প্রতিক্রিয়া দেখায় ?

শেয়ার বাজার বা স্টক মার্কেট বিভিন্ন ভাবে প্রভাবিত হয়। দেশীয় বা আন্তর্জাতিক খবর বা ঘটনা শেয়ার বাজারের উপর চরম ভাবে প্রভাব ফেলে। কোনো ভালো খবরে তেজী ভাব প্রকাশিত হয় আবার খারাপ খবরে মন্দা দেখা দেয়। আবার এমনও দেখা যায় যে কোনো খবর হয়তো আমাদের কাছে এক রকম কিন্তু বাজার তার বিপরীত প্রতিক্রিয়া দেখায়।

প্রাকৃতিক দূর্যোগ বা যুদ্ধ সব সময় খারাপ ফলাফল নির্দেশ করে। অপর দিকে রাজনৈতিক স্থিরতা বাজারের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করে। গত কাল ০৩.১২.২০২৩ তারিখে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, তেলেঙ্গানা রাজ্যের বিধান সভা নির্বাচনের ফল ঘোষনা হয়েছে। বিজেপি আশাতীত ভালো করেছে। অর্থাৎ বাজার মনে করেছে দেশের মানুষ রাজনৈতিক স্থিরতার পক্ষে আছে।

 ২০২৪ সালে হয়তো ক্ষমতার হাত বদল হবে না। ফলতঃ আজ ০৪.১২.২০২৩ তারিখে বাজার ওপেন হয়েছে এক বিশাল গ্যাপ আপের সাথে। তারপর সারাদিন বাজারের ট্রেন্ড উপরের দিকেই ছিল। একই ভাবে বাজেটের দিনও বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। 

এই যে গ্যাপ আপ হলো আগামী দিনে বাজার কিন্তু কিছুটা নীচে নেমে এই গ্যাপ ফিল আপ করবে। আজকে যারা ইনভেস্ট করতে পারেনি বা অল্প ইনভেস্ট করতে হয়েছে বাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে, তারা আগামী দিনে আবার আগের লেভেলে ইনভেস্ট করার সুযোগ পাবে।  বাজার ছিল, আছে, থাকবে। আমাদের ধৈর্য্য সহকারে দৃঢ় থাকতে হবে নিজেদের স্ট্রাটেজির উপর। নিজেদের পূঁজি সুরক্ষিত রাখতে হবে। ইন্ট্রাডে বা অপশন এন্ড ফিউচারের ফাঁদে পা দেওয়া যাবে না, আমাদের মতো ছোটো পূঁজি নিয়ে।

এই লেখা পড়ে যদি কিছু উপকার বুঝতে পারেন, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। 👇

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url