আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ইটিএফ এর নাম বদল

 আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI BANK) অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল দ্বারা গঠিত ইটিএফ গুলোর আজ 20.12.2023 তারিখে এক্সচেঞ্জে নাম পরিবর্তন হলো। ফলতঃ আজ অনেকেই খবরটা না জানার কারণে হতচকিত হয়ে পড়ে। ব্রোকার প্লাটফর্মে ঠিক মতো চার্ট দেখা যাচ্ছিল না। ট্রেডিংভিউ প্লাটফর্মে নাম গুলো লাল হয়ে গিয়েছে। কোনো কাজ হচ্ছে না। অনেকেই চিন্তিত। আজ বাজার দ্বিতীয় ভাগে অনেকটা কমে যায়। কিন্তু অন্যান্য কোম্পানির দ্বারা গঠিত ইটিএফ এর তুলনায় আইসিআইসিআই এর ইটিএফ গুলোর পতন একটু বেশীই হয়েছে।

 আজকের এই নাম পরিবর্তনের ফলে আমাদের মতো খুচরো বিনিয়োগকারীদের অনেকটাই অসুবিধা হবে। প্রথমতঃ নতুন নাম গুলো খুঁজে নিয়ে ওয়াচলিস্টে এড করতে হবে। হোল্ডিং লিস্টে হয়তো অটোমেটিক আপডেট হয়ে যাবে। চার্ট এ এখন বেশ কিছু দিন কোনো ইন্ডিকেটর দেখা যাবে না। কারণ ইন্ডিকেটর গুলো বিগত কয়েকদিনের চার্টের উপর নির্ভর করে তৈরী হয়। এক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট ইন্ডেক্সের চার্টের উপর নির্ভর করতে হবে। 

আসুন জেনে নিই সেই সব জনপ্রিয় ইটিএফ গুলোর পুরানো এবং নতুন নাম যে গুলো হয়তো আমাদের অনেকেরই কেনা আছে -

ICICINIFTY - NIFTYIETF

ICICIBANKN - BANKIETF

ICICIGOLD - GOLDIETF

ICICITECH - ITIETF

ICICISILVE - SILVERIETF

ICICINXT50 - NEXT50IETF

ICICIPHARM - HEALTHIETF

PSUBANKICI - PSUBNKIETF

ICICIFIN - FINIETF

ICICIM150 - MIDCAPIETF

ICICICOMMO - COMMOIETF


আপনার কেনা কোনো ইটিএফ এর নাম যদি জানার থাকে কমেন্টে পুরানো নামটি লিখুন। নতুন নামটি জানিয়ে দেবো। 

Stock market news, etf name change of icici prudential, latest news
ETF name change of icici prudential 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url