উচ্চ লাভ সহ দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পরিকল্পনা

উচ্চ লাভ এবং নিয়মিত মুনাফা অর্জন সহ দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা বাংলা ভাষায়

Long term investment plans with high returns

উচ্চ লাভ এবং নিয়মিত মুনাফা অর্জন সহ সর্বোত্তম দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা বাংলায়দীর্ঘস্থায়ী ও আনন্দময় বিনিয়োগ পরিকল্পনা

আমরা অনেকেই শেয়ার বাজারের নাম শুনলেই ভয় পাই কিন্তু বিজ্ঞাপনের দৌলতে এখন মিউচুয়াল ফান্ড ভক্ত হয়ে উঠেছি। মিউচুয়াল ফান্ড খারাপ তা বলছি না। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে মিউচুয়াল ফান্ডের থেকেও বেশি লাভ করতে পারি ইটিএফএফ ইনভেস্টিং এর মাধ্যমে। ইটিএফ ঐ সব ফান্ড হাউস গুলোই পরিচালনা করে, যারা মিউচুয়াল ফান্ড গুলোও পরিচালনা করে।  পার্থক্য হলো ইটিএফ এ ইনভেস্ট অনেক বেশি কার্যকর ও সুবিধাজনক।

 যারা একটা নির্দিষ্ট অংকের টাকা, এই যেমন ধরুন দুই হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত মাসে সঞ্চয় বা ইনভেস্টমেন্ট করতে পারি, তাদের জন্য আজকের পোস্ট। 

এই পোষ্টের মাধ্যমে আজকে জানতে চেষ্টা করব সেই সব বড় বড় ইনভেস্টার, যাদের নাম মানুষের মুখে মুখে ফেরে তাদের ইনভেসমেন্ট স্ট্রাটেজি কি? 

৫০ : ৩৫ : ১৫ = লার্জক্যাপ : মিডক্যাপ : স্মলক্যাপ

বড় বড় ইনভেস্টারদের জীবন কাহিনী বা তাদের ইনভেস্টমেন্ট হিস্ট্রি স্টাডি করলে দেখা যায় তারা তাদের সমস্ত মূলধন একবারে মার্কেটে ইনভেস্ট করেন না এবং কোন একটা নির্দিষ্ট শেয়ারে বা কোন একটি নির্দিষ্ট সেক্টরে সমস্ত ইনভেস্টমেন্ট করেন না। তাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে করে থাকেন। যেমন স্টক মার্কেটে আছে কিছু লার্জক্যাপ কোম্পানি, কিছু মিডক্যাপ কোম্পানি  কিছু স্মলক্যাপ কোম্পানি। এই সমস্ত ধরনের কোম্পানি থেকে বেছে বেছে তারা কিছু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, যেখান থেকে হয়তো কয়েকটি কোম্পানি থেকে কম লাভ হয় আবার  কয়েকটি কোম্পানি থেকে অনেক বেশি লাভ হয়। মোটের উপর তারা লাভবান হন। আর যদি কোন কোম্পানি লাভ না দেয় অর্থাৎ ব্যবসা যদি ঠিকঠাক না হয় তাহলে তারা সেই কোম্পানি থেকে বেরিয়ে আসেন।

নিয়মিত 10% হারে প্রফিট বুকিং

 আমরা সাধারণ মানুষ। আমাদের অতটা সময় বা সাধ্য নেই যে একটা কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা বিশ্লেষণ করার মাধ্যমে বিনিয়োগ করব। এক্ষেত্রে আমরা নির্ভর করবো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দ্বারা গঠিত বিভিন্ন ইনডেক্সের উপর ।  যেমন নিফটিফিফটি ইন্ডেক্স - লার্জক্যাপ, নিফটি মিডক্যাপ১৫০ ইন্ডেক্স - মিডক্যাপ, নিফটিমাইক্রোক্যাপ২৫০ ইন্ডেক্স - স্মলক্যাপ । এক্সচেঞ্জ এই ইনডেক্স গুলোর উপর  নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবসার উন্নতির উপর নির্ভর করে ঝাড়াই বাছাই করতে থাকে, কোন কোম্পানি একনাগাদে কয়েকটি কোয়ার্টার যদি খারাপ ফলাফল করে তাহলে ইনডেক্স থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী কোম্পানিকে ইন্ডেক্সে অনর্ভূক্ত করা হয়। এই পদ্ধতিটাকেই কাজে লাগিয়ে আমরা সাধারণ মানুষ বড়ো বড়ো ইনভেস্টরদের মতো ইনভেস্ট করতে পারি।

এখন দেখবো আমাদের অল্প পূঁজি নিয়ে কিভাবে আমরা নিয়মিত ও উচ্চ লাভ করতে পারবো ?

  • প্রথমে আমাদের প্রয়োজন একটি ডিম্যাট একাউন্ট। ডিম্যাট একাউন্ট না থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন। উচ্চ লাভ সহ দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পরিকল্পনা
  • আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে মাসে আমরা কতো টাকা বিনিয়োগ করবো। এখানে উদাহরণ হিসাবে ২০০০ টাকা নিলাম।
  • এবার আমরা তিনটি ইটিএফ বাছাই করবো লার্জক্যাপ, মিডক্যাপ, ও স্মলক্যাপ ইন্ডেক্সের উপরে। ইটিএফ বাছাই করার সময় ইটিএফ এর ভল্যুম অর্থাৎ লিকিউডিটি খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা নিচ্ছি ১) BSLNIFTY - লার্জক্যাপ এ; ২) MIDCAPETF - মিডক্যাপ এ; ৩) HDFCSML250 - স্মলক্যাপ এ।
  • আমাদের প্রতি মাসের বিনিয়োগের টাকাকে ৫০ঃ৩৫ঃ১৫ অনুপাতে ভাগ করে নেব এবং একদিনে উপরে উল্লেখিত ইটিএফ কিনে নেব অর্থাৎ ১০০০টাকার BSLNIFTY, ৩৫০টাকার MIDCAPETF ও ১৫০টাকার HDFCSML250 কিনবো।
  • আমাদের তিনটি ইনভেস্টমেন্ট এর মধ্যে যখনই একটা ১০% এর বেশী লাভ দেখাবে আমরা লাভের অংশ টুকু প্রফিট বুক করে নেব অর্থাৎ লাভের পরিমাণটা বুক করতে যে পরিমাণ ইটিএফ বিক্রি করে দেওয়ার দরকার তা বিক্রি করে দেব।
  • বুক করে নেওয়া প্রফিট প্রথম দিকে আমরা রি-ইনভেস্টমেন্ট এর জন্য রেখে দেবো। বাজার যখন কারেকশন করবে তখন আমরা ঐ বাড়তি টাকাটা ইনভেস্ট করে দেব। ফলে আমাদের পূঁজি তাড়াতাড়ি বৃদ্ধিপাবে।

 এই লেখা পড়ে যদি কিছু উপকার বুঝতে পারেন, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। 👇

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url