নিফটি50 ব্রেক আউট 20220 এর উপরে

etfbangla, বাংলায় শেখো - শেয়ার বাজার, Nifty breakout,
Nifty Breakout above 20220

 কারেকশন - শেয়ার বাজারে লাভের আর এক নাম

 আমরা জানি যে শেয়ার বাজার, বিশেষত ইন্ডেক্স উপরে যাবেই, তবুও যারা এই বাজারে নতুন তারা ভয় পেয়ে যায়। বাজার যখন কারেক্ট করে বা বাজারে কারেকশন হয়। ধরে নিতে হবে বাজার যে কোনো সময় ৫% থেকে ১৫% নীচে নেমে যেতে পারে। এই নীচে নেমে যাওয়াকেই বাজারের ভাষায় কারেকশন বলে। এই সময় গুলোতেই আমরা কম দামে ইটিএফ কেনার সুযোগ পাই।

শেষ কারেকশন ও ব্রেক আউট

১৫ই সেপ্টেম্বর ২০২৩ এর পর বাজারে কারেকশন শুরু হয়। সেদিন বাজারের হাই লেভেল ছিল ২০২২০, ক্লোজিং ছিল ২০১৯০। এর পর ৪ অক্টোবর ক্লোজিং দেয় ১৯৪৩৫ মতো। কয়েক দিন আপ ট্রেন্ড শুরু হলেও রেজিস্টান্স লাইন ক্রশ করতে পারেনি। আবার নীচে নামতে থাকে। ২৬ অক্টোবর বাজার নেমে আসে ১৮৮৫৭ এ। হাইয়েস্ট লেভেল থেকে ৬.৫% এর বেশী কারেকশন করার পর আপ ট্রেন্ড শুরু হয়। এবং অবশেষে ০১.১২.২০২৩ তারিখে আগের হাই লেভেল ক্রশ আপ করে ব্রেক-আউট হলো। 

কতটা লাভ হলো এই কারেকশনে ?

আমি ইটিএফ এর মাধ্যমে নিফটি ফিফটি ইন্ডেক্সে ইনভেস্ট তথা সুইং ট্রেডিং করি। এই কারেকশনে সাপ্তাহিক ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি অনুযায়ী পরিমিত পরিমাণে ইনভেস্ট করে আমার কেনা ইটিএফ এর মূল্য ৩.৮০% কমিয়ে আনতে সক্ষম হয়েছি। এটাই এই কারেকশনের লাভ। বাজারে খুব কম মানুষই বটম আউট করতে পারে অর্থাৎ একেবারে নীচের মুল্যেই প্রথম কিনতে পারে। কিন্তু এটা ভালো ইনভেস্টরের গুণাবলীর মধ্যে পরে না। 

বাজারে কারা লাভবান হয়?

বাস্তব জীবনে আমরা বলি চলন্ত গাড়িতে উঠা-নামা করা উচিত নয়, কিন্তু শেয়ার বাজারে বলা হয় চলন্ত গাড়িতে উঠা ও নেমে যাওয়াটাই বুদ্ধিমান ইনভেস্টরের পরিচয়। আমার ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি অনুযায়ী আমি ইনভেস্ট চালিয়ে যাবো। যখন দেখবো কোনো নির্দিষ্ট ইটিএফ এ ১০% এর বেশী প্রফিট হয়েছে। তখন শুধু প্রফিটের সমানুপাতে কিছু ইউনিট বিক্রি করে দেবো। আবার ইনভেস্টমেন্ট চলতে থাকবে। এই ভাবেই একটা বড়ো পূঁজি তৈরী হবে আশা রাখি। আমার ইনভেস্ট ট্রাক করার জন্য একটি এক্সেল শীট ব্যবহার করি।

 আজকের লার্নিং

 সাধারণ শেয়ারে এভারেজিং করতে নিষেধ করা হয়। কারণ কোনো একটা শেয়ারের মূল্য ৭০-৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। অনেক নামী নামী কোম্পানীর এমন উদাহরণ খুঁজলে পাওয়া যাবে। যে সমস্ত কোম্পানীতে মানুষ বিনিয়োগ করে লোকসান করেছে। তবে আমরা যেহেতু ইটিএফ এ বিনিয়োগ করি, তাই সেই ভয় নেই। ইটিএফ কোনো একটা কোম্পানী নয়, একটি ইন্ডেক্সকে ফলো করে। একটা ইন্ডেক্সে যত গুলো কোম্পানী আছে ও যে ওয়েটেজ এ আছে, তা মেনে চলে। ইন্ডেক্স থেকে কোনো কোম্পানী বাদ দিলে, ইটিএফ থেকেও বাদ চলে যায়।

এই লেখাটা ভালো লেগে থাকলে, বন্ধুদের সাথে শেয়ার করতে অনুরোধ করছি, যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। আপনার কিছু জানানোর থাকলে বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url