রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স (RSI) ইন্ডিকেটর

Relative strength index, rsi, use of rsi, rsi indicator
Relative strength index (RSI) indicator

রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স বা RSI হলো একটি মোমেন্টাম ইন্ডিকেটর, যা শেয়ার বাজারের কোনো শেয়ার বা ইন্ডেক্স বা ইটিএফ এর টেকনিক্যাল অ্যানালাইসিস এ ব্যাবহার করা হয়।  RSI সংশ্লিষ্ট শেয়ার বা ইন্ডেক্স বা ইটিএফ এর গতি ও মাত্রা নির্ধারণের দ্বারা নির্দেশ করে যে ঐ শেয়ার বা ইন্ডেক্স বা ইটিএফ ওভার সোল্ড বা ওভারবট জোনে আছে কিনা। 

আরএসআই অক্সিলেটর গ্রাফ হিসাবে দেখা যায় 0 থেকে 100 স্কেলে। 


RSI ওভারবট, ওভারসোল্ড চিহ্নিত করা ছাড়াও আরও অনেক ভাবে ব্যবহার করা যায়। RSI কোনো মাধ্যমের সেই প্রাইম মূহুর্ত নির্দেশ করতে পারে কখন মাধ্যমটির ট্রেন্ড রিভার্সাল বা মূল্যের কারেকশনাল পুলব্যাক ঘটবে। এছাড়াও ক্রয় বিক্রয় এর সময়ের নির্দেশনা দেয় RSI। 


ঐতিহ্যগত ভাবে, 70 বা তার উপরে একটি RSI রিডিং অতিরিক্ত কেনা ( ওভারবট) পরিস্থিতি নির্দেশ করে। 30 বা তার নিচের রিডিং অতিরিক্ত বিক্রি (ওভারসোল্ড) অবস্থা নির্দেশ করে।


দৈনিক টাইম ফ্রেমে RSI গনণার জন্য বিগত 14 দিনের হিসাব কে 2 দিয়ে ভাগ করা হয়। সেটিং এ গিয়ে ইনপুটে এই সংখ্যা পরিবর্তন করা যায়। যারা ইন্ট্রাডে ট্রেডিং করে তারা সচারাচর প্রথম ইনপুট 3 বা 9 দিয়ে সেটিং করে। আমরা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এর জন্য 14 ই ব্যবহার করি।

Relative Strength Index (RSI) কি ভাবে কাজ করে? 

মোমেন্টাম ইন্ডিকেটর হিসাবে RSI কোনো মাধ্যমের মূল্য বৃদ্ধির গতির সাথে মূল্য হ্রাসের গতির তুলনা করে। এই তুলনামূলক ফলাফল প্রাইস অ্যাকশনে যোগ করে ট্রেডারদের একটি ধারণা দেয় যে এই সময়ে মূল্যের কি পরিবর্তন হতে পারে।  RSI অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটর গুলোর সাথে একত্রে ব্যবহার করলে ট্রেডাররা ভালো কনফার্মেশন পায়। 


রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স (RSI) এর উপর ভিত্তি করে আমাদের ইটিএফ ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি:


মার্কেটকে আউট পার্ফম করতে অর্থাৎ মার্কেট এর যা বৃদ্ধি তার থেকে বেশী রিটার্ন জেনারেট করতে আমরা একটা স্ট্রাটেজি তৈরী করেছি। যেটা সম্পূর্ণ রূপে RSI নির্ভর। বিভিন্ন সময় ও ইটিএফ নিয়ে ব্যাক টেস্ট করা হয়েছে। এটা সম্পূর্ণ ভাবে শিক্ষা মূলক। এই ব্যাক টেস্ট নিয়ে আগামী দিনে আর একটি পোস্ট আসছে। যাদের এক্সেল সম্পর্কে ধারণা আছে তাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আসছে। আশাকরি সবাই বুঝতে পারবে। 


উপরের মেনু বারে ও যোগাযোগ পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন। পোস্ট এর নোটিফিকেশন পেতে। 


লেখাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করো। এই সম্পর্কে কিছু জানার বা জানানোর থাকলে নীচে কমেন্ট বক্স খোলা আছে।👇




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url