শেয়ার বাজারে নিরাপদ বিনিয়োগ ও সুইং ট্রেডিং মাধ্যম : ইটিএফ

শেয়ার বাজারে নিরাপদ বিনিয়োগ ও সুইং ট্রেডিং মাধ্যম : ইটিএফ   

 ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (Exchange Traded Found) হলো অনেক গুলো কোম্পানীর শেয়ারের তৈরী একটি ইন্ডেক্সের প্রতিরূপ।  এর নাম থেকেই বোঝা যায় যে ইটিএফ শেয়ারের মতো এক্সচেঞ্জে কেনা-বেচা করা যায়।  ইন্ডেক্স মূলত দুই প্রকারের হয়। যথা - (১) প্রধান বা মেইন ইন্ডেক্স ও  (২) উপ বা সেক্টোরাল ইন্ডেক্স। 

 

  ভারতীয় বাজারে দুটি প্রধান বা মেইন ইন্ডেক্স আছে। যে গুলো হলো নিফটি ফিফটি (Nifty50) ও সেনসেক্স (SENSEX)। আবার অনেক গুলো উপ বা সেক্টোরাল ইন্ডেক্স (Sectoral Index) আছে। যেমন ব্যাঙ্ক নিফটি (Bank Nifty), নিফটি আইটি (Nifty IT), অটো (Auto), মেটাল (Metal), এফএমসিজি (FMCG), মিডক্যাপ (Midcap), স্মলক্যাপ (Smallcap),  প্রভৃতি।


আবার অনেক গুলো থিম ভিত্তিক (thematic) ইন্ডেক্স আছে। নিফটি আলফা (Nifty Alpha), নিফটি লো ভোলাটাইল (Nifty low volatile), নিফটিভ্যালু (Nifty value) ইত্যাদি।

ETF, exchange traded fund,
ETF: Safest instrument to invest and swing treading in stock market.


 ইন্ডেক্স (Index)গুলোর উপর ভিত্তি করে ইটিএফ (ETF) গুলো তৈরি করা হয়েছে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী(Asset Management Company) বা ফান্ড হাউস (Found House) দ্বারা। যে গুলো অবশ্যই সরকার ও সেবি(SEBI) দ্বারা নিয়ন্ত্রিত।  

 

   ভারতীয় বাজারে সবথেকে নির্ভরযোগ্য ও দৈনিক কেনাবেচার হিসাবে প্রথম ইন্ডেক্স হলো নিফটি ফিফটি। এই ইন্ডেক্সে ৫০ টি শেয়ার আছে। যে গুলো বিভিন্ন সেক্টোর থেকে বেছে নেওয়া হয়। শেয়ার গুলোর মার্কেট ক্যাপ অনুযায়ী ওয়েটেজ বা গুরুত্ব দেওয়া হয়।


সাধারন মানুষের পক্ষে কোনো বিশেষ কোম্পানীর সমস্ত ব্যবসায়িক খুটিনাটি জানা সম্ভব হয় না। কিন্তু এক্সচেঞ্জ দ্বারা বাছাই করা শেয়ার দিয়ে তৈরি ইন্ডেক্সের উপর সহজেই নির্ভর করা যেতে পারে।  কোনো কোম্পানী যদি লাগাতার খারাপ ফলাফল করে, তবে এক্সচেঞ্জ নিজে থেকেই সেই কোম্পানীকে ইন্ডেক্স থেকে বের করে দিয়ে পরবর্তী ভালো কোম্পানীকে ইন্ডেক্সে নিয়ে নেবে। এটা প্রতি তিন মাস অন্তর করা হয়।
 

    নিফটি ফিফটি ইন্ডেক্সের উপর ভিত্তি করে অনেক গুলো ইটিএফ আছে। এদের মধ্যে নিফটিবীজ (NIFTYBEES) সবথেকে পুরানো। এছাড়াও  অন্যতম নিফটি ইটিএফ গুলি হলো ICICINIFTY, SETFNIF50, HDFCNIFTY, KOTAKNIFTY, BSLNIFTY, AXISNIFTY ইত্যাদি।

 সেক্টোরাল ইন্ডেক্সের উপর ভিত্তি করে আরও অনেক গুলি ইটিএফ আছে। সমস্ত ইটিএফ ও বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিজিটাল প্লাটফর্মের সাথে থাকুন।


 এই লেখাটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই সংক্রান্ত কিছু জানার বা জানানোর থাকলে নীচে কমেন্ট বক্স খোলা আছে 👇।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url