রেগুলার সুইং ট্রেডিং এর জন্য বাছাই করা ইটিএফ

Selected ETF for swing trading. 

শুরুর কথা:

 বিভিন্ন মেইন, সেক্টোরাল, থিয়ামেটিক ইন্ডেক্স, সোনা, রূপা এবং বিদেশী ইন্ডেক্স এর উপর ভিত্তি করে তৈরী দেড় শতাধিক ইটিএফ এনএসই এক্সচেঞ্জ এ নথিভুক্ত রয়েছে। এই সমস্ত ইটিএফ গুলোর মধ্যে কিছু ইটিএফ আমরা রেগুলার সুইং ট্রেডিং এর জন্য বাছাই করেছি। 

আমরা বাছাই করার সময় দৈনিক কেনা-বেচার ভিত্তিতে ভলিউম ও ভোলাটিলিটি -র উপর গুরুত্ব দিয়েছি। এছাড়াও একই সেক্টোর এর অন্য কোনো ইটিএফও নেওয়া যেতে পারে, তবে ভলিউম হাই কিনা সেটা খেয়াল রাখতে হবে। 


আমাদের বাছাই কৃত ইটিএফ গুলো হলো:-

1) নিফটি50 ইন্ডেক্স এর  BSLNIFTY

2) ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স এর ICICIBANKN

3) নিফটি আইটি ইন্ডেক্স এর ITBEES

4) সিলভার এর SILVERBEES

5) গোল্ড এর GOLDBEES

6) ফ্যাঙ+(নিউইয়র্ক) ইন্ডেক্স এর MAFANG

7) ন্যাসড্যাক ইন্ডেক্স এর MON100

8) সরকারি ব্যাঙ্ক এর PSUBNKBEES

9) মিডক্যাপ150 ইন্ডেক্স এর HDFCMID150

10) স্মলক্যাপ250 ইন্ডেক্স এর HDFCSML250

11) ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডেক্স এর BFSI

12) ডিজিটাল সার্ভিস ইন্ডেক্স এর TNIDETF

13) কমজাম্পশন ইন্ডেক্স এর CONSUMBEES

14) মেডিকেল এর PHARMABEES

15) ডাওজোনস ইন্ডেক্স এর MASPTOP50

পদ্ধতি:

উপরে উল্লেখিত ইটিএফ গুলো আমাদের একটি ওয়াচ লিস্টে লিস্ট করে নিতে হবে। এখন সব ট্রেডিং অ্যাপে এই সুযোগ আছে। যে দিন গুলোতে বাজার খোলা থাকে সেই দিন গুলোতে বিকাল তিনটা নাগাদ একবার লিস্ট দেখবো। কোনো ইটিএফ এর দাম কমলে চার্টে দেখবো RSI 40 এর নীচে আছে কিনা। যদি 40 এর নীচে থাকে তাহলে সেটিকে ইনভেস্টমেন্ট এর উপযোগী বলে ধরা হবে। যদি একাধিক ইটিএফ এর RSI 40 এর নীচে থাকে তাহলে সবচেয়ে কম RSI এর ইটিএফ এ বিনিয়োগ করবো। মোট মূলধনের 5% এর বেশি প্রথম বিনিয়োগ করা যাবে না, একদিনে একটার বেশী বিনিয়োগ করা যাবে না। 

ফলোআপ:

কোনো ইটিএফ এ বিনিয়োগ করার পর প্রতি দিন বিকাল তিনটা নাগাদ একবার দেখতে হবে। যদি কেনা দামের থেকে 6% লাভ হয় তবে বিক্রি করে দিয়ে প্রফিট বুক করে নিতে হবে। আর যদি কেনা দামের থেকে 2.5% লস দেখায় তবে ঐ ইটিএফ এ মোট বিনিয়োগের 1/5 ভাগ টাকা পুনরায় বিনিয়োগ করতে হবে। 

ফলাফল:

এই ভাবে যদি কয়েক বছর চালানো হয় তাহলে মোটের উপর গড়ে বার্ষিক যে লাভ হবে তা সল্প সঞ্চয়ের থেকে অনেক বেশি হবে। আমরা 50 হাজার টাকা পূঁজি নিয়ে  2021 সালের জানুয়ারি মাস থেকে একটি হিসাব করেছি। বিস্তারিত জানাতে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আনবো। ভিডিওটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের লিঙ্ক উপরে মেনু বার ও যোগাযোগ পেজে দেওয়া আছে। 


লেখা টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই সংক্রান্ত কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট বক্স খোলা আছে👇। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url