শেয়ার বাজারে আছে সোনা-রুপোও

Silverbees: Silver ETF

আমাদের সঞ্চয়ঃ

আমরা সাধারণ মানুষ যেটুকু সঞ্চয় করি, তার সবটাই চিরাচরিত পুরানো প্রথা মেনে করি। সেই চিরাচরিত প্রথা হলো সম্ভব হলে অর্থাৎ সঞ্চয়ের টাকার পরিমাণ বেশী হলে জমি কেনা বা গ্রামের দিকে জমি বন্ধক নেওয়ারও রীতি চালু আছে; আর যদি টাকার পরিমাণ খুব বেশী না হয়, তাহলে সোনা বা রুপার গহণা তৈরী করা। উভয় ক্ষেত্রেই মূল্য বৃদ্ধি হলেও গহণা তৈরী করতে গেলে যে টাকার মজুরী লেগে যায় সেই তুলনায় লাভ হয় না। সর্বোপরি এটা সঞ্চয়, বিনিয়োগ নয়। 


সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী ও সম্পর্ক কী ?

  • সঞ্চয় এর মাধ্যমে টাকা একত্রিত জমা হয়, তার বৃদ্ধি ঘটে না। বরঞ্চ, অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির ফলে টাকার মূল্য কমে যায়।
  • বিনিয়োগ এককালীন বা অল্প অল্প করে করা হয়। বিনিয়োগের মাধ্যমে মূল্যবৃদ্ধি জনিত টাকার মূল্য হ্রাস রোধ করা যায়। অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে মূল্যবৃদ্ধির থেকে বেশী লাভ করা যায়। 
  • সাধারণ ভাবে বলা যায় ব্যাঙ্ক, পোস্ট অফিসে টাকা জমা রাখা হলো সঞ্চয়। অপর দিকে বিভিন্ন ঋণপত্র (ডিবেঞ্চার), সরকারী বন্ড, শেয়ার বাজারে ভাল কোম্পানির শেয়ার বা ইন্ডেক্স ফান্ডের ইটিএফ বা এসআইপি করা হলো বিনিয়োগ।
  • সঞ্চয়ের অভ্যাস থেকেই বিনিয়োগের পথে এগিয়ে যেতে হয়।

 শেয়ার বাজারে আছে সোনা-রুপোওঃ

 শেয়ার বাজারে যেমন বিভিন্ন কোম্পানির শেয়ার আছে, আছে শেয়ার এর উপজাত বিভিন্ন মাধ্যম, যথা: ইটিএফ, ফিউচার, অপশন। তেমনি এই বাজারেই আছে সোনা, রুপোর মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগের সুযোগ। সোনা রূপোর ইটিএফ বর্তমান। দীর্ঘ মেয়াদী বিনিয়োগের জন্য যেমন সোনার ইটিএফ এ বিনিয়োগ আদর্শ। তেমনি শর্ট টার্ম বিনিয়োগের জন্য রূপার ইটিএফ ভালো। সোনার তুলনায় রূপার দামের হ্রাস বৃদ্ধি দ্রুত ঘটে। ফলতঃ অল্প সময়ের ব্যবধানে প্রফিট বুক করা যায়। 

  রূপার ইটিএফ কিভাবে কাজ করে ? 

সেবি -র নিয়মানুযায়ী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী গুলো তাদের সিলভার ফান্ডের জন্য নির্ধারিত মূল্যের বিশুদ্ধ সিলভার কিনে সেবি ও এক্সচেঞ্জ এর লকারে জমা রাখে। সাধারণ বাজারে রুপার দাম বাড়লে সিলভার ইটিএফ এর দাম বাড়ে, আবার বাজারে রুপার দাম কমলে ইটিএফ এর দাম কমে। তবে বাজারের দামে বাজার থেকে রুপার গহণা তৈরী করতে গেলে যে অতিরিক্ত মজুরী দিতে হয়, ইটিএফ কেনার ক্ষেত্রে তেমন কোনো খরচ নেই। আবার রূপার জিনিস বিক্রি করতে গেলে অনেকটা খাদ বাদ যায় ইটিএফ এর বেলায় তা হয় না, ফলতঃ অনেকটা লাভ করা যায়। মূল্যবান ধাতু হিসাবে রূপার মূল্যবৃদ্ধিও সাধারণ মূল্য বৃদ্ধির থেকে বেশী।

দৈনিক কেনা-বেচার ভিত্তিতে জনপ্রিয় কয়েকটি রূপার ইটিএফ ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী ঃ 

  1. সিলভারবীজ (SILVERBEES)- নিপ্পন ইন্ডিয়া
  2. আক্সিস সিলভার (AXISILVER) - আক্সিস ব্যাঙ্ক
  3. আইসআইসিসিলভ (ICICISILVE) - আইসিআইসি ব্যাঙ্ক
  4. এইচডিএফসি সিলভার (HDFCSILVER) - এইচডিএফসি ব্যাঙ্ক
  5. সিলভারইটিএফ (SILVRETF) - মিরা অ্যাসেট 
  6. সিলভার (SILVER) - আদিত্য বিড়লা অ্যাসেট 
যারা নতুন বিনিয়োগকারী তারা অল্প অল্প করে সিলভার ইটিএফ এ বিনিয়োগ শুরু করতে পারেন, যখন পাঁচ-দশ হাজার টাকা বিনিয়োগ হয়ে যাবে ৫% - ৬% লাভে বিক্রি করে দিয়ে আবার দাম কমলে কেনা যাবে। এই ভাবে নিয়মিত কেনা-বেচার মাধ্যমে পূঁজি বাড়বে।

 সাধারণ ইটিএফ এর সাথে অনেক সময় সিলভার ইটিএফ কেনা হয় পোর্ট ফোলিও হেজ করতে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url