সিলভার ইটিএফ এ সুইং ট্রেডিং এর সুযোগ
ইটিএফ বাংলা ডিজিটাল প্লাটফর্ম এ আপনাকে স্বাগত জানাই। কয়েক দিন আগে সিলভার ইটিএফ নিয়ে একটি পোস্ট লিখেছিলাম, যদি না পড়ে থাকেন তো একবার পড়ে আসুন। তারপর আজকের পোস্ট পড়ুন। ( আগের পোস্ট)
সিলভার ইটিএফ তার সর্বোচ্চ উচ্চতা থেকে প্রায় 7% কমে আজ 69.69 টাকায় ক্লোজ করেছে। RSI 38,16। (RSI সম্পর্কে এই পোস্ট পড়ুন।)
ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে। আজ আমি আমার পাঁচ হাজার টাকার লট সাইজ হিসাবে ফার্স্ট লট ইনভেস্টমেন্ট করেছি। এরপর আবার ডাউন হতে থাকলে 2.5% ডাউনে হাফ লট অর্থাৎ 2.5 হাজার টাকা ইনভেস্ট করবো। এই ভাবে এখন থেকে আমরা যদি অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকি তাহলে আশাকরি খুব শীঘ্রই ৬% থেকে ১০% রিটার্ন পেতে পাড়ি। আমাদের সুইং ট্রেডিং এর জন্য বেছে নেওয়া ইটিএফ গুলো সম্পর্কে একটি পোস্ট রয়েছে। সেখানে সিলভার ইটিএফ অন্তরভূক্ত আছে।
আমরা প্রতি দিন (যেদিন বাজার খোলা থাকে) যদি 15 মিনিট সময় ব্যয় করতে পারি এবং সঠিক পথে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে থাকি তবে আমরা একটি প্যাসিভ ইনকাম সোর্স পেতে পারি। যা ভবিষ্যতে আমাদের একটি সমৃদ্ধ জীবন যাপনে সহায়তা প্রদান করবে।
Swing trading opportunity in silver etf |
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url