শেয়ার বাজার শেখার সেরা অ্যাপ "ট্রেডিং ভিউ" (TradingView)
Trading View App Tutorial in Bengali |
ইটিএফ বাংলা ডিজিটাল প্লাটফর্ম এর ওয়েব সাইটে আপনাকে স্বাগত জানাই। এখন আমরা কিছুক্ষণ আলোচনা করবো শেয়ার বাজারের সব থেকে বেশী ব্যবহৃত অ্যাপ্লিকেশন "ট্রেডিং ভিউ" সম্পর্কে। ট্রেডিং ভিউ কম্পিউটারে ওয়েব ভার্সন ব্যবহার করা যায়। কম্পিউটারের জন্য সফটওয়ারও আছে। আর আমাদের সবার হাতের মোবাইলে খুব সহজে ব্যবহারের জন্য আছে এন্ড্রয়েড অ্যাপ।
ট্রেডিং ভিউ অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে কিছু ফিচার ব্যবহার করতে দেয়। আমাদের মতো ছোটো ইনভেস্টরদের জন্য যা যথেষ্ট। যারা বড়ো বড়ো ইনভেস্টর বা ট্রেডার তারা ট্রেডিং ভিউ অ্যাপ এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয় এবং ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম অনেক বেশী। আমরা ফ্রি ভার্সনে যে সমস্ত ফিচার গুলো ব্যবহার করতে পারবো সেই গুলো নিয়ে নীচে আলোচনা করছি।
আমরা ধরে নিচ্ছি যে, আমাদের বেশীর ভাগ পড়ুয়াই মোবাইলে ট্রেডিংভিউ অ্যাপ ব্যবহার করবেন, তাই বলি গুগল প্লে স্টোর থেকে TradingView লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনার জিমেইল এর ইমেইল অ্যাড্রেস দিয়ে লগিং করতে হবে। একটা ইউজার নেম দিতে হবে। লগিং করার পর আমাদের কিছু সেটিং করতে হবে।
প্রথমতঃ ওয়াচলিস্টে ক্লিক করে আমরা অনেক স্টক, ইন্ডেক্স, ক্রিপ্টোকারেন্সি, কারেন্সি ইত্যাদি দেখতে পাবো। এখানে আমাদের বেশ কিছু কাজ আছে। আমাদের অপ্রয়োজনীয় সব কিছু সেকশন সহ ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য লিস্টে থাকা লেখার উপর প্রেস করে ধরে থাকলেই একটি পপআপ উইন্ডো খুলে যাবে, একেবারে নীচে ডিলিট সিলেক্ট করলেই প্রেস করে ধরে থাকা লেখাটি ডিলিট হয়ে যাবে।
সব কিছু ডিলিট করার পর আমরা আমাদের প্রয়োজনীয় ইন্ডেক্স এবং ইটিএফ গুলো এড করতে + Add Symble এ ক্লিক করবো এবং সার্চ বক্সে আমাদের প্রয়োজনীয় ইন্ডেক্স গুলো লিখে ডান পাশে থাকা + চিহ্নে ক্লিক করবো এবং লিস্টে এড হয়ে যাবে। উপরে বাম দিকে থাকা রেড ফ্লাগে ক্লিক করে একই ভাবে আমাদের প্রয়োজনীয় ইটিএফ গুলো এড করে নেবো। প্রয়োজনীয় ইন্ডেক্স ও ইটিএফ এর তালিকা ডাউনলোড মেনুতে দেওয়া আছে।
এবার আসি আমাদের চার্ট সেটিং এর কথায়। অ্যাপ খোলা অবস্থায় নীচে বাম দিক থেকে ২নং এ 📉 এ ক্লিক করলে চার্ট খুলে যাবে। আমাদের মোবাইলটাকে ল্যান্ডস্কেপে অর্থাৎ কাত করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। নীচের দিকে মাঝ বরাবর fx চিহ্ন দেখতে পাবো। ওটাতে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলে যাবে। উপরের সার্চ বক্সে RSI লিখে সার্চ দিলে দেখবো Relative Strength Index এসেছে। লেখাটার উপর ক্লিক করে ওটা এড করে নেবো। এর পর Moving Average Ribbon লিখে সার্চ দিয়ে Moving Average Ribbon লেখার উপর ক্লিক করলে ওটাও এড হয়ে যাবে।
RSI ও Moving Average Ribbon এর সেটিং জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ভিডিও আসছে। চ্যানেলের লিঙ্ক মেনুবারে ও সোশাল মিডিয়া সাইডবারে দেওয়া আছে।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url