মূলধনী (শেয়ার) বাজারের পথনির্দেশিকা - ভারত সরকার

ETF Bangla, etfbangla
Pathway to stock market - Govt. of India


ইটিএফ বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম -এ আপনাকে স্বাগত জানাই। সাধারণ মানুষের জন্য সরকার বিনিইয়োগের বিষয়ে কি ভাবছে কিনা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ২০১০ সালে ভারত সরকার দ্বারা প্রকাশিত একটি পুস্তিকা পেলাম। পুস্তিকাটি পড়ার পর কিছু অংশ আপনাদের জন্য নীচে লিখে দিলাম। বাকী অংশও পরবর্তীতে আনবো আশা করি।

সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে বইটিতে পাঁচ টি বাক্যে নির্যাস তুলে ধরা হয়েছে-

  • সঞ্চয় করুন বিচক্ষণতার সাথে।
  • বিনিয়োগ করুন বুদ্ধিমত্তার সাথে।
  • বিনিয়োগ করা বাধ্যতা মূলক।
  • আপনাকে বিনিয়োগ করতে হবে নতুবা আপনার সঞ্চয়ের মূল্য হ্রাস হবে ফলতঃ আপনার ক্রয় ক্ষমতা কমে যাবে।
  • অমনোযোগী বা বেহিসাবী বিনিয়োগ করা আপনার সম্পদের জন্য ক্ষতিকর।

  1. যে সমস্ত কোম্পানীর মূল ভিত্তি শক্ত, কেবল মাত্র সেই গুলোতেই বিনিয়োগ করুন।
  2. যত্ন সহকারে বিনিয়োগের কাগজ পত্র পড়ুন।
  3. বিনিয়োগের জীবন চক্র অনুসরণ করুন।
  4. ইটিএফ এ বিনিয়োগ করুন ভিত্তি ইন্ডেক্স বা সম্পদ ও ভলিউম দেখে।
  5. সরকারী সংস্থার আইপিও তে অংশ নিন।
  6. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, তবে সঠিক স্কীম ও ফান্ড নির্বাচন করুন।
  7. বিক্রি করতে শিখুন।
  8. শুধু মাত্র রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমে কেনা-বেচা করুন।
  9. সহজ মুনাফা লাভের উদ্দ্যেশে লোভের বশীভূত হয়ে বিনিয়োগ করবেন না।
  10. সংবাদ মাধ্যম বা মিডিয়া, বিশেষত স্টক সম্পর্কিত বৈদ্যুতিন মাধ্যমের বিশেষ পরামর্শ থেকে দূরে থাকুন।
  11. অযথা বিজ্ঞাপনের চমকে বিশবাস করবেন না।
  12. স্থায়ী বা নিশ্চিত লাভের প্রকল্পের ব্যাপারে সতর্ক থাকুন।
  13. গ্রে মার্কেট প্রিমিয়া থেকে দূরে থাকুন।
  14. সেক্টর ভিত্তিক কোম্পানীর ফলাফলে উল্লসিত হয়ে বিনিয়োগ করবেন না।
  15. আইপিও গ্রেডিং সংস্থা বা মালিক পক্ষের মতামতের উপর বেশী নির্ভর করবেন না।
  16. কোম্পানীর হিসাব অডিটেড শুধু এই ভেবেই অন্ধের মতো সিদ্ধান্ত নেবেন না।
  17. সস্তার শেয়ার কেনা মানেই যে আপনি লাভবান হবেন, এমন ভাবনা অমূলক।
  18. যে সমস্ত কোম্পানীর শেয়ার মালিকরা নিজেদের মধ্যেই কেনা-বেচা করছে সেই কোম্পানী গুলো সম্পর্কে সতর্ক থাকবেন।
  19. কোনো কোম্পানীর মালিক কোন পুরস্কার পেলেই সেই কোম্পানীতে ঝাপিয়ে পড়বেন না।
  20. সৎ পথে,ধৈর্য্যের সাথে বিনিয়োগ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url