ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স এবং ব্যাঙ্ক নিফটি ইটিএফ সমূহ
ইটিএফ বাংলা ডিজিটাল প্লাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ব্যাঙ্ক নিফটি ইনডেক্স এবং ব্যাঙ্ক নিফটি ইনডেক্সের উপর নির্ভর করে তৈরি ব্যাংক ইটিএফ সমূহ সম্পর্কে।
A concept about Bank nifty index and it's ETF. |
ভারতীয় শেয়ারবাজারের এনএসই এক্সচেঞ্জের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইনডেক্স হলো ব্যাংক নিফটি ইনডেক্স। ব্যাংক নিফটি ইনডেক্স ভারতের সবথেকে লিকুইড অর্থাৎ যে ব্যাংকগুলোর শেয়ার বেশি কেনাবেচা হয় এবং যেগুলো সর্বাধিক মার্কেট ক্যাপিটাল যুক্ত, সেই ব্যাংকগুলোর সমন্বয়ে তৈরি। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স বিনিয়োগকারী ও মার্কেট ইন্টারমেডিয়েটারিজ দের কাছে ভারতীয় ক্যাপিটাল মার্কেট পারফরম্যান্স বুঝতে একটি বেঞ্চমার্ক হিসাবে কাজ করে।
এই ইনডেক্সে সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলে মোট 12 টি ব্যাংক রয়েছে । এই বারটি ব্যাংকের ওয়েটেজ এদের ফ্রী ফ্লোট স্টকের মার্কেট ক্যাপ অনুযায়ী দেওয়া হয়েছে। সর্বশেষ রিভিশন 29 ডিসেম্বর 2023 অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাঙ্ক গুলোর নাম ও তাদের ওয়েটেজ নীচে উল্লেখ করা হলো:-
- এইচডিএফসি ব্যাঙ্ক - 27%
- আইসিআইসিআই ব্যাঙ্ক - 23.6%
- অ্যাক্সিস ব্যাঙ্ক - 10.39%
- এসবিআই ব্যাঙ্ক - 10.2%
- কোটাক ব্যাঙ্ক - 9.76%
- ইন্ডাসাইন্ড ব্যাঙ্ক - 6.85%
- ব্যাঙ্ক অফ বরোদা - 2.72%
- এ ইউ ব্যাঙ্ক 2.27%
- আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক - 2.12%
- ফেডারেল ব্যাঙ্ক - 2.11%
- পিএনবি - 1.88%
- বন্ধন ব্যাঙ্ক - 1.11%
অর্থাৎ ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স নির্ভর কোনো ইটিএফ এ 100 টাকা বিনিয়োগ করলে উপরে উল্লেখিত হিসাব অনুযায়ী সেই টাকা 12টি ব্যাঙ্কেই বিনিয়োগ হবে।
এবার আসুন জেনে নিই এই ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স ভিত্তিক প্রধান ইটিএফ গুলোর নাম ও সেই ইটিএফ গুলোর পরিচালক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলোর নাম :-
- BANKBEES - নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড
- ABSLBANETF - আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড
- BANKIETE - আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড
- SETFNIFBK - এসবিআই মিউচুয়াল ফান্ড
- HDFCNIFBAN - এইচডিএফসি মিউচুয়াল ফান্ড
- KOTAKBKETF - কোটাক মিউচুয়াল ফান্ড
- UTIBANKETF - ইউটিআই মিউচুয়াল ফান্ড
ইনভেস্টমেন্ট স্ট্রাটেজি:- ব্যাঙ্ক নিফটি খুবই ভোলাটাইল, তাই 3-6 পার্সেন্ট এর ছোট ছোট সুইং ট্রেডিং এর সুযোগ পাওয়া যায়। এছাড়াও শুরু থেকে এখনও পর্যন্ত 12% কম্পাউন্ড রেটে রিটার্ন দিয়েছে। তাই টাকার গাছ স্ট্রাটেজিও কোনো একটি ব্যাঙ্ক নিফটি ইটিএফ এ শুরু করা যায়।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url