প্রতিটি বাড়িতে লাগান টাকার গাছ

প্রতিটি বাড়িতে লাগান টাকার গাছ
Money Tree in every House.


ইটিএফ বাংলা ডিজিটাল প্লাটফর্মে আপনাকে স্বাগত জানাই। আমরা ছোট থেকেই শুনে আসছি টাকার গাছের কথা কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউই দেখিনি টাকার গাছ কেমন হয়! আজকে আমরা আলোচনা করব বাস্তবে টাকার গাছ না থাকলেও আমাদের সঞ্চয়কে, আমাদের বিনিয়োগকে কিভাবে কাজে লাগিয়ে একটি গাছের মতো তৈরি করা যায়। যেখান থেকে প্রতিটি মরসুমে ফল হিসাবে আমরা টাকা পেতে পারি। 
আজ আমরা যে বড় বড় গাছগুলি দেখতে পাই, সেগুলো বহু বছর আগে কোন মানুষ লাগিয়েছিলেন এবং পরিচর্যা করেছিলেন তাই আজকের দিনে আমরা ওই সমস্ত বড় গাছ গুলির সুফল হিসাবে ছায়া  ফুল ফল অক্সিজেন কাঠ ইত্যাদি পেয়ে থাকি। বিনিয়োগ জগতের সর্বশ্রেষ্ঠ বলে গণ্য স্যার ওয়ারেন বাফেট বলেছিলেন আজকে তুমি একটি গাছের নিচে বসে আছো মানে বহু বছর আগে ওই গাছটি কেউ একজন রোপন করেছিলেন। 

আমাদের মধ্যে কেউ যদি অল্প বয়সে কোনো ফলদায়ী গাছ যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি লাগাই তাহলে হয়তো আমাদের জীবদ্দশায় তার ফল ভোগ করতে পারি কিন্তু যদি জীবনের শেষ কালে কোন গাছ লাগাই তাহলে তার ফল আমরা নিজে ভোগ করতে না পারলেও আমাদের উত্তর পুরুষ অর্থাৎ সন্তান-সন্ততি সেই গাছের ফল ভোগ করতে পারবে। 

এই একই রকম ভাবনা থেকে বিনিয়োগের একটি স্ট্রাটেজি মাথায় এসেছে, আজকে সেই স্ট্র্যাটেজি আপনাদের সাথে আলোচনা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধু-বান্ধবদের সাথে এই লেখাটি শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে বা জানানোর থাকলে নিচে কমেন্ট করবেন।

আমরা যেমন একটি গাছ লাগানোর পরে নিয়মিত পরিচর্যা করি, জল-সার দিই, অন্যান্য পশু পাখির আক্রমণ থেকে রক্ষা করি বা রোগ বালাই থেকে রক্ষা করার জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করি, ঠিক সেই একইভাবে আমাদের যে টাকার গাছ আমরা লাগাবো তারও পরিচর্যার প্রয়োজন হবে। 

আমাদের এই টাকার গাছ লাগানোর জন্য টাকার বীজ বপন করতে হবে অর্থাৎ আমরা যেমন আম গাছে লাগানোর জন্য আমের বীজ মাটিতে বপন করি ঠিক সেই রকম টাকার গাছ লাগানোর জন্য টাকার বীজ হিসাবে টাকা বপন করব শেয়ার মার্কেটের সব থেকে নিরাপদ মাধ্যম নিফটি ফিফটি ইনডেক্স ভিত্তিক কোন একটি ইটিএফে। এক্ষেত্রে আমরা বেছে নেবো আদিত্য বিড়লা অ্যাসেট ম্যানেজমেন্ট এর বিএসএলনিফটি ইটিএফ। প্রতি সপ্তাহে একটা নির্দ্দিষ্ট পরিমান টাকা আমরা বিনিয়োগ করবো। আমরা যেহেতু শেয়ার-বাজারে নতুন তাই প্রথমের দিকে দৈনিক পঞ্চাশ টাকা হিসাবে সপ্তাহে ৩৫০ টাকা বিনিয়োগ করতে থাকবো। যখনই মোটের উপর ১০০০টাকা লাভ হবে তখন লাভের পরিমাণ ইটিএফ বিক্রি করে দেবো। আমরা যেমন গাছ থেকে ফল পেড়ে নিয়ে তা ভোগ করি, কিন্তু গাছের পরিচর্যা অব্যহত থাকে, তেমনি আমাদের সাপ্তাহিক বিনিয়োগ চলতে থাকবে। প্রতি দিন মাত্র ৫ মিনিট সময় খরচ করে আমাদের এই টাকার গাছের ফলাফল দেখতে হবে, ফল পাকলেই তা পেড়ে নিতে হবে। এর জন্য আমাদের মই হিসাবে একটি গুগলশীট প্রতি দিন বিকালে দেখতে হবে। গুগলশীটের লিঙ্ক ইউটিউব ভিডিওর নীচে দেওয়া হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url