ছোট বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়ছে
Safe guard to retail investors in Indian stock market. |
ইটিএফ বাংলা ডিজিটাল প্লাটফর্মে আপনাকে স্বাগত জানাই। ভারতীয় শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা সেবি সবসময় কাজ করে চলেছে। সেই সেবি আগামী দিনে ছোট বিনিয়োগকারীদের জন্য একটি সুরক্ষা কবজ নিয়ে আসছে। এই পোস্টে আমরা সেই সুরক্ষা কবজ কি তা জানার চেষ্টা করব।
বর্তমানে আমরা যারা বিনিয়োগ করি তাদের বিনিয়োগ করার জন্য ব্রোকারের কাছে আগে থেকে টাকা জমা রাখতে হয়।
ব্রোকার বলতে আমরা যে সমস্ত অ্যাপ এর মাধ্যমে বিনিয়োগ করি সেই সমস্ত অ্যাপ এর মালিক কোম্পানি হল ব্রোকার। যেমন এখনকার দিনের জনপ্রিয় অ্যাপ GROWW র মালিক হলো নেক্সট বিলিয়ন টেকনোলজি প্রাইভেট লিমিটেড।
আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে গ্রো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি। পরে সেই টাকা দিয়ে ইটিএফ বা স্টক বা শেয়ার কিনি। আমরা যত টাকা একদিনে গ্রো আপে ট্রান্সফার করি তার সবটা হয়তো দিনের দিন ব্যবহার হয় না, বিনিয়োগ করতে। তাই বাকি টাকাটা গ্রো অ্যাপের একাউন্টে থেকে যায়।
এখন আমরা ধরে নিলাম কোন এক কারণে ব্রোকার কোম্পানির মালিক ঐ টাকা আত্মসাৎ করে নিতে পারে। তাহলে আমার আপনার মত কয়েক কোটি ক্ষুদ্র বিনিয়োগকারি ক্ষতির সম্মুখীন হতে পারি।
এই সম্ভাবনাকে সমলে বিনাশ করতে সেবি একটি নতুন আইন আনছে। সেই আইন অনুযায়ী আমাদের টাকা আর ব্রোকারের একাউন্টে ট্রান্সফার করতে হবে না। এখন যেমন কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইলে সরাসরি বিনিয়োগকারির একাউন্ট থেকে ফান্ডে চলে যায়, তেমনি যখন আমরা স্টকে বা ইটিএফে বিনিয়োগ করব সরাসরি আমাদের একাউন্ট থেকে এক্সচেঞ্জে টাকা চলে যাবে। মাঝখানে ব্রোকারের কাছে কোন টাকা থাকবে না।
ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই পদ্ধতিটা বা আইনটা পরীক্ষামূলক ভাবে লাগু হচ্ছে। প্রথমত একটি ব্রোকারের কয়েক জন বিনিয়োগকারীদের এই সুবিধা দেওয়া হবে। যদি দেখা যায় ঠিক ঠিক ভাবে কাজ হচ্ছে তবে অদূর ভবিষ্যতে সব ব্রোকার কোম্পানির সাথে এই নিয়ম লাগু করা হবে।
পরিশেষে বলতে হয়, আগামী দিনে শেয়ার বাজার বা স্টক মার্কেট ভারতীয় বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত হতে চলেছে।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url