নিফটি আইটি ইন্ডেক্স ও ইটিএফ সমূহ
Nifty IT Index & ETFs |
নিফটি আইটি ইনডেক্সে মোট 9 টি কোম্পানি রয়েছে যার মধ্যে সবথেকে অন্যতম হলো পৃথিবীর সেরা দুটি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ইনফোসিস ও টিসিএস। এছাড়াও ইন্ডেক্সে রয়েছে উইপ্রো, এলটিআই মাইন্ডট্রী, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজি, কোফোর্জ, পারসিসটেন্ট সিস্টেমস, এমফ্যাসিস।
ভারতীয় শেয়ার বাজারে যতগুলো ইন্ডেক্স আছে এখনও পর্যন্ত সর্বাধিক হারে রিটার্ন দিয়েছে এই নিফটি আইটি ইন্ডেক্স। নীচের ছবিতে নিফটি আইটি ইন্ডেক্সের সাথে নিফটি ফিফটি ইন্ডেক্স এবং ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স এর মাসিক চার্টের তুলনা করা হয়েছে। নীল রঙের লাইন আইটি ইন্ডেক্স, তুঁতে রঙের লাইন নিফটি50 ইন্ডেক্স ও হলুদ রঙের লাইন ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স নির্দেশ করছে।
নিফটি আইটি ইন্ডেক্স ভিত্তিক ভলিউম যুক্ত বা লিকুইড ইটিএফ গুলো -
- ITBEES
- SBIETFIT
- KOTAKIT
- HDFCNIFIT
প্রতিটি কারেকশনে এই ইটিএফ গুলো কিনে সুইং ট্রেডিং করা যায়, ভ্যালু এসআইপি করা যায়। রেগুলার ইনভেস্টমেন্ট ও প্রফিট বুকিং স্ট্রাটেজি “টাকার গাছ” এর জন্য উপযুক্ত।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url