সুইং ট্রেডিং এর জন্য 5টি বেস্ট ইটিএফ
Best 5 ETF for Swing Trading |
ইটিএফ বাংলা ডিজিটাল প্লাটফর্ম এ আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা সেই ৫টি ইটিএফ নিয়ে আলোচনা করবো যে গুলো সুইং ট্রেডিং এর জন্য বেস্ট। কারণ এই ইটিএফ গুলো খুবই ভোলাটাইল। হঠাৎ হঠাৎ কয়েক পার্সেন্ট ডাউন হয়ে যায় আবার হঠাৎ হঠাৎ যে পরিমাণ ডাউন হয় তার থেকে বেশি পার্সেন্ট আপে চলে যায়। তাই প্রতিটি ইটিএফ এর জন্য কমপক্ষে ৫টি ধাপে ৫% ডাউনে বিনিয়োগ করার মূলধন থাকলে এই ৫টি ইটিএফ এ সুইং ট্রেডিং করা যায়। নিচে ইটিএফ গুলোর আন্ডার লাইন অ্যাসেট (যে সম্পদের উপর নির্ভর করে ইটিএফ তৈরী) এবং ইটিএফ গুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ-
১। আইটি ইন্ডেক্স ভিত্তিক ইটিএফ ঃ
তথ্য প্রযুক্তি (আইটি) শিল্প ভারতীয় অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করেছে। ভারতীয় আইটি সেক্টরের একটি ভাল গুরুত্বের জন্য নিফটি আইটি খাতের সূচক তৈরি করা হয়েছে। আইটি ইন্ডেক্স এ বর্তমানে ১০টি আইটি কোম্পানির শেয়ার বা স্টক রয়েছে। কোম্পানি গুলো হলো - ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচসিএলটেক, টেকমাহিন্দ্রা, এলটিআইমাইন্ডট্রি, পারসিসটেন্ট, এমফ্যাসিস, কোফোর্জ ও এলটিটিএস (লার্সেন এন্ড টুব্রো)। এই ইন্ডেক্স এর উপর নির্ভর করে অনেক গুলো ইটিএফ তৈরী হয়েছে। এদের মধ্যে ITBEES সব থেকে জন প্রিয়। এছাড়াও ITETF, ITIETF, HDFCNIFIT রয়েছে।
২। সিলভার ভিত্তিক ইটিএফ ঃ
রূপা বা রূপো ভারতীয় সভ্যতায় অতি প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। সাধারণ মানুষের কাছে সোনার পর পরই রূপা গুরুত্ব পূর্ণ ধাতু। বাজারে এর চাহিদা যথেষ্ট। চাহিদা থাকার কারণে এর দামেরও বৃদ্ধি হয়। এই রূপা বা সিলভার এর দামের উপর ভিত্তি করে একাধিক সিলভার ইটিএফ আছে। যথাঃ- SILVERBEES, SILVERIETF, TATSILV, HDFCSILVER ।
৩। নিফটি ব্যাঙ্ক ইন্ডেক্স ভিত্তিক ইটিএফ ঃ
নিফটি ব্যাঙ্ক ইন্ডেক্স ভারতীয় অর্থনীতিতে অন্যতম প্রভাব বিস্তারকারী একটি ইন্ডেক্স। সরকারী এবং বেসরকারী সব বড় বড় ব্যাঙ্ক গুলো এই ইন্ডেক্সের অন্তর্ভূক্ত। যেমন SHFCBANK, ICICIBANK, SBIN, AXISBANK, KOTAKBANK, INDUSINDBANK ইত্যাদি। নিফটি ব্যাঙ্ক ইন্ডেক্স ভিত্তিক অন্যতম ইটিএফ হলোঃ- BANKBEES, BANKIETF, SETFNIFBK, UTIBANKETF ।
৪। পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স ভিত্তিক ইটিএফ ঃ
PSU BANK INDEX বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন্ডেক্স - ভারতীয় সরকারী ব্যাঙ্ক গুলোর ইন্ডেক্স। এই ইন্ডেক্সে রয়েছে - SBIN, BANKBARODA, CANBK, PINB, UNIONBANK, INDIANB, BANKINDIA, MAHABANK, IOB, CENTRALBANK এবং PSB । পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স এর ভিত্তি করে একাধিক ইটিএফ রয়েছে, যথাঃ - PSUBNKBEES, PSUBNKIETF ।
৫। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ইনডেক্সঃ
ভারতীয় আর্থিক বাজারের আচরণ এবং কর্মক্ষমতা প্রতিফলিত করার জন্য ডিজাইন করা হয়েছে যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, হাউজিং ফিনান্স, বীমা কোম্পানি এবং অন্যান্য আর্থিক পরিষেবা সংস্থাগুলি। এই ইন্ডেক্স এর উপর একটি মাত্র ইটিএফ এখনও পর্যন্ত রয়েছে। সেটি হলো BFSI ।
উপরে সেই সমস্ত ইটিএফ ই উল্লেখ করা হলো যে গুলোর প্রতিদিনের কেনা বেচার নিরিখে ভলিউম এক লাখের বেশী।
ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url