Terms and Conditions

 ইটিএফ বাংলা -র শর্ত, গোপনীয়তা নীতি  ও সমস্ত নীতিমালা

ইটিএফ বাংলা প্রসঙ্গেঃ

    ইটিএফ বাংলা (ETF Bangla) ভারতীয় শেয়ার বাজার বা স্টক মার্কেট বিষয়ে বাংলা ভাষায় আলোচনা করে, যাতে বাংলাভাষা-ভাষী মানুষ শেয়ার বাজার সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে এবং নিজের ইচ্ছানুযায়ী বিনিয়োগ করতে পারে। আমরা কোনো নির্দিষ্ট কেনা বা বেচার সুপারিশ করি না। শেয়ার বাজারের সব থেকে নিরাপদ মাধ্যম ইটিএফ এ বিনিয়োগ ও সুইং ট্রেডিং কিভাবে করা যায় সেই বিষয়ে নিয়মিত ব্লগপোস্ট প্রকাশ করা হয়।

কপিরাইট নীতি

    ইটিএফ বাংলা ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী কেবল মাত্র ইটিএফ বাংলা। যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে, সেক্ষেত্রে ইটিএফ বাংলা ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।

    ইটিএফ বাংলা সাইটে প্রকাশিত ব্লগপোস্ট গুলো মূলত  বিভিন্ন মাধ্যম থেকে আহোরিত জ্ঞান থেকে লেখা হয়ে থাকে। কাকতালীয় ভাবে যদি কোন সোর্সের সাথে সরাসরি মিলে যায় এবং কন্টেন্টটি যদি আপনার হয়ে থাকে, তবে এটি যদি অন্য কোন ভাশায়/কোথাও প্রকাশিত হোক এটা না চেয়ে থাকেন তাহলে অ্যাডমিনকে জানান।

    এছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে  ইটিএফ বাংলা সাইটে প্রকাশ করে থাকে এবং উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলেও অ্যাডমিনকে জানান। 

গোপনীয়তা নীতি

    ইটিএফ বাংলার ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল নম্বর, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য আমরা অন্য কোন ব্যক্তি বা সংস্থার সাথে শেয়ার করি না কিন্তু সেগুলো ১০০% সুরক্ষার দায়িত্ব ইটিএফ বাংলা কর্তৃপক্ষের না।

    আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল অ্যাডসেন্স, গুগল অ্যানালিটিক্স) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য শেয়ার করে থাকি।


    এই ওয়েব সাইটের সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নাও থাকতে পারে। বিশেষ ক্ষেত্রে কিছু কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত অথেনটিক কোড ব্যবহার করতে হতে পারে।

কমেন্ট পলিসি

    ইটিএফ বাংলার যে কোনো ডিজিটাল প্লাটফর্মে কোন পোস্ট, ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট, ভিডিও বা পেইজে মন্তব্য করবেন, কেবল মাত্র সেই শংশ্লিষ্ট বিষয়ে কোন কিছু জানার বা জানানোর থাকলে মন্তব্য করতে পারেন।

    যে পোস্ট, ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই সংশ্লিষ্ট বিষয়ে আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত বা গঠন মূলক সমালোচনা করে মন্তব্য করতে পারেন।

    কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপন মূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ বা বাক্যের ব্যবহার নিষিদ্ধ।

    আপনার বা অন্য কারো কোনো মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

আমাদের নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে

    আপনি ইটিএফ বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের যে কোনো অংশ ভিজিট করার এই প্ল্যাটফর্মের সকল নীতির সাথে একমত পোষণ করছেন। যদি আমাদের কোনো নীতির সঙ্গে একমত হতে না পারেন তাহলে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা থেকে বিরত থাকুন।

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইটিএফ বাংলা একটি পার্সোনাল ফাইনান্স এর শিক্ষা মূলক প্রতিষ্ঠান। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url